ওয়েবকোড টেকনোলজি এর উপর কেন আস্থা রাখবেন?

কারণ, আমাদের রয়েছে এই বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রফেশনাল টিম। আমরা যেসকল ডক্টরদের সেবা দিচ্ছি তাদের মধ্য থেকে ২ জন সম্মানিত ডক্টর কেন সেবা নিচ্ছেন এবং আমাদের থেকে সেবা নিয়ে তাঁরা কতটুকু খুশি - তাঁদের মুখেই শুনুন ও দেখুন। এরপর নিচের লেখাগুলো মনোযোগসহ পড়ুন ও ভিডিওগুলো দেখুন ...

হটলাইন/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: 01321-230145, 01321-230147, 01720-902640
আমাদের ফেইসবুক পেইজ লিংক

চিকিৎসকদের জন্য ডিজিটাল ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?

০১

প্রথমতঃ এখন ডিজিটাল প্রতিযোগিতার যুগ। প্রায় সব শ্রেণির মানুষের হাতে স্মার্টফোন ও ইন্টারনেট। সহজে ও দ্রুততার সাথে প্রচুর মানুষের কাছে আপনি আপনার সেবা ও পরিচয় তুলে ধরতে পারবেন, যা অফলাইনে একেবারেই সম্ভব নয়।

০২

আপনি একমত হবেন যে, বর্তমানে অনেক ডক্টর তাঁদের ব্যক্তিগত ডিজিটাল ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং এ নিজেদেরকে সম্পৃক্ত করছেন এবং তারা দারুণভাবে পরিচিতিও পাচ্ছেন এবং মানুষ তাদের থেকে চিকিৎসাসেবা নিতেও আগ্রহী হয়ে উঠছে। ভবিষ্যতে আপনিও আপনার ডিজিটাল ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং শুরু করবেন, হয়তো আজ নয়তো কিছুকাল পরে, তাহলে আজই কেন নয়?

০৩

আপনি জানেন যে, প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা নিতে পাশের দেশ ভারতে বা সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ অন্যদেশগুলোতে চলে যাচ্ছে! এর সবচেয়ে বড় কারণ হিসেবে আমরা দেখেছি আমাদের দেশের ডক্টরদের সম্পর্কে মানুষের কাছে সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্যের অভাব রয়েছে। ডিজিটাল মার্কেটিং করে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে আপনি ও আপনারমতো স্বনামধন্য ডক্টরগণ সকল শ্রেণির মানুষকে সচেতন করলে নিশ্চিতভাবেই এখানে ইতিবাচক পরিবর্তন সম্ভব! এই বিষয়ে আমরা আইটি এক্সপার্টগণ আপনাদেরকে সহযোগিতা করতে ভীষণভাবে আগ্রহী, সেক্ষেত্রে সবার আগে এগিয়ে আসতে হবে চিকিৎসকদেরকেই।

০৪

আমাদের দেশের সাধারণ মানুষও পাশের দেশের অনেক ডক্টরদের নাম মেনশন করে সুনাম করে মুখে মুখে। তাহলে আমাদের দেশে কি ভালোমানের ডক্টর নেই বা ভালো চিকিৎসা হচ্ছে না? অবশ্যই আছে এবং হচ্ছে। কিন্তু দু:খের বিষয় নিজের দেশের ডক্টরদের নাম ও সুনাম তারা বলছে না বললেই চলে। যদি কিছুটা বলেও তবে তা তুলনামুলকভাবে খুবই নগণ্য। কারণ হিসেবে আমরা দেখেছি, হাতেগোণা কয়েকজন ছাড়া বাংলাদেশের ডক্টরগণের কারোরই ডিজিটাল মিডিয়ায় তেমন কোন পরিচিতি ও সুনাম নেই। কারন এখনো ডক্টরগণের একটি অংশ ডিজিটাল ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিংকে গুরুত্ব দিচ্ছেন না। আপনার ব্যক্তিগত ডিজিটাল ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং করার এখনি সময়, তা নাহলে ভীষণভাবে পিছিয়ে থাকতে হবে।

০৫

একটা বড় আতঙ্ক! আমরা রিসার্চ করতে গিয়ে দেখেছি বাংলাদেশের ডক্টরদের প্রতি সাধারণ মানুষকে সিস্টেমেটিক ওয়েতে বিষিয়ে তোলা হয়েছে যে এটা প্রচার করে যে, তারা ভালো চিকিৎসাও দিতে পারে না আবার প্রচুর পরিমাণে অযথা খরচ করান। এই প্রচার-প্রসার পাশের দেশের এবং আমাদের দেশের বিভিন্ন এজেন্সি অফলাইনে তো আগে চালিয়েছেই, এখন তারা ডিজিটাল প্লাটফর্মে বড় পরিসরে সক্রিয় রয়েছে। আমরা মনে করি আপনাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নিজেদের ডিজিটাল ব্র্যান্ডিং তৈরি করে সাধারণ মানুষকে দ্রুততার সাথে সচেতন করার এখনই মোক্ষম সময়। মানুষকে সচেতন করে নিশ্চিত করতে হবে, আমাদের দেশেও ভালোমানের চিকিৎসা আপনারা দিতে সক্ষম এবং খরচটা সঠিকভাবেই হয়। এতে করে অদূর ভবিষ্যতে আপনিসহ আপনারা যে শতভাগ ইতিবাচক ফলাফল পাবেন তা নিশ্চিত বলা যায়।

০৬

আপনার একটি দৃষ্টিনন্দন, ইউজার ফ্রেন্ডলি এবং এসইও ফ্রেন্ডলি গুণগত মানসম্পন্ন ব্যক্তিগত ওয়েবসাইট থাকবে। যে ওয়েবসাইটটি আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং আপনার সম্পর্কে খুবই সহজ, সাবলীল ও প্রফেশনালভাবে উপস্থাপন করা থাকবে এবং সাধারণ মানুষ খুব দ্রুততার সাথে আপনার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা লাভ করবে।

০৭

নিঃসন্দেহে এখন তথ্যপ্রযুক্তি ও প্রতিযোগিতার যুগ। আপনারমতো প্রকৃতপক্ষে দক্ষ ও অভিজ্ঞ প্রফেশনালরা যদি এখানে পিছিয়ে থাকেন তাহলে আপনার নিজের ক্ষতির সাথে সাথে জনসাধারণের ক্ষতি একটু বেশিই হবে। প্রকৃত দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক সম্পর্কে মানুষরা জানতেই পারবে না। ফলে তুলনামূলক অনভিজ্ঞদের কাছে চিকিৎসার জন্য বেশি মানুষের সমাগম হবে।

০৮

আপনি একমত হবেন যে, তুলনামূলকভাবে অনেক কম অভিজ্ঞ ও দক্ষতা সম্পন্ন প্রফেশনালরা ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে নিজেদের একটি বড় ধরনের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করেছেন। যেহেতু ডিজিটাল যুগ আপনি কেন আপনার সত্যিকার দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ডিজিটাল ব্র্যান্ডিং এ পিছিয়ে থাকবেন? নতুন হলেওবা এই ডিজিটাল ব্র্যান্ডিংয়ের যুগে আপনি কেন পিছিয়ে থাকবেন?

০৯

সঠিক ও প্রুভেন-মেথডে তথ্যপ্রযুক্তির সাথে আপনার সম্পৃক্ততা হলে আপনার ব্যক্তিগত পরিচিতি বাড়বে, সুনাম বৃদ্ধির সাথে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিসহ মানুষের ভালোবাসা ও দোয়া পাবেন এবং আপনার কাছে চিকিৎসা সেবা নিতে আগ্রহী রোগীর সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাবে। সঠিক চিকিৎসাসেবা পেয়ে রোগীরাও উপকৃত হবে। আর সেইসাথে আপনার আর্থিক বিষয়টাও সিস্টেমেটিক ওয়েতে চলে আসবে।

হটলাইন/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: 01321-230145, 01321-230147, 01720-902640
দয়া করে সবকিছু মনোযোগসহ পড়ুন ও দেখুন।

প্রশ্ন-উত্তর পর্ব:

ওয়েবকোড টেকনোলজি থেকেই কেন সেবা নিবো?

২০১৩ সাল থেকে ওয়েবকোড টেকনোলজি টিম টোটাল ডিজিটাল সল্যুশন নিয়ে আন্তর্জাতিকভাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। প্রতিটা বিষয়েই আমাদের রয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ ব্যক্তি ফলে সেবার গুণগতমান হবে ৯৯%

সাপোর্ট কতদিন পাবো?

শর্তসাপেক্ষে আজীবন। বাস্তবতা হলো, একজন ব্যস্ত চিকিৎসকের পক্ষে টেকনিক্যাল বিষয়গুলো পরিপূর্ণভাবে টেক কেয়ার করা সত্যিই দূরূহ হবে। তাছাড়া প্রতিনিয়ত টেকনোলজি আপডেটের সাথে সাথে কাজের ধরণ ও পদ্ধতি পরিবর্তন করতে হয় যা অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্যেই করতে হবে।

যেকোন ব্যক্তি/রোগী সোস্যাল মিডিয়ার মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আমার বা আমার প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারবেন?

জি, সকল প্লাটফর্মের মাধ্যমে এবং ওয়েবসাইটে কন্টাক্ট ফর্মসহ আপনার সকল চেম্বারের ঠিকানা ও যোগাযোগের সকল ব্যবস্থা আপনি উপস্থাপন করতে পারবেন এবং চিকিৎসা সেবা নিতে আগ্রহী সবাই আপনার সাথে প্রাথমিক যোগাযোগ এবং অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে পারবে।

এই কাজগুলোর পেছনে কি আমাকে অনেক সময় ব্যয় করতে হবে?

ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো সঠিকভাবে গুছিয়ে নিতে প্রাথমিকভাবে আপনার সহযোগিতা লাগবে। পরবর্তীতে খুবই সীমিত সময় দিনে ৩০/৪০ মিনিট করে সময় আপনার দিতে হতে পারে। কারন চিকিৎসা-সংক্রান্ত অনেক ধরনের প্রশ্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনবক্সে/কমেন্টে মানুষ জানতে চাইবে যেখানে আপনাকে কিছুটা সময় ব্যয় করতে হবে। তাছাড়া ভিডিও রেকর্ডিং, গ্রাফিক্যাল কনটেন্ট চেকিং ইত্যাদি ক্ষেত্রে মাঝে মাঝে আপনার অল্প কিছু সময় দিতে হবে।

আপনাদের থেকে সব ধরনের টেকনিক্যাল/ডিজিটাল সেবা পাবো?

হ্যাঁ। ডিজিটাল ব্র্যান্ডিং এর জন্য প্রয়োজনীয় সকল ধরনের গ্রাফিক ডিজাইন, ভিডিও রেকর্ডিং, এডিটিং, এনিমেশন, ক্যাম্পেইন/বুস্ট, শর্ট ভিডিও, রিল ভিডিও, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া মেইনটেন্যান্স ইত্যাদির জন্য আমাদের কাছে পাবেন ওয়ান স্টপ সল্যুশন।

একজন ডাক্তার হিসেবে আপনার ডিজিটাল ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং কীভাবে হবে?

১. সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে, পেইজ, প্রোফাইল, ইউটিউব চ্যানেল তৈরি এবনং সেটআপ করে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনার চিকিৎসা সেবার উন্নত মান বিষয়ক প্রচার-প্রসার করা হবে।

২. তথ্যসমৃদ্ধ ভিডিও রেকর্ডিং, প্রফেশনালভাবে এডিটিং, অপটিমাইজেশন করে এবং সকল চ্যানেল/প্লাটফর্মে প্রয়োজন অনুযায়ী পাবলিশ করে পেইড/অর্গানিকভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে মানুষের কাছে আপনার পরিচিতি ও চিকিৎসাসেবা সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া হবে।

৩. আপনার ব্র্যান্ডিং ও প্রচার-প্রসারের জন্য প্রয়োজনীয় সকল ধরনের গ্রাফিক্যাল ব্যানার ডিজাইন, এনিমেশন, স্লাইডার ভিডিও, শর্ট ভিডিও এবং রিল ভিডিও তৈরি করে সকল মাধ্যমে পাবলিশ করে সর্বোচ্চ মানুষের কাছে আপনাকে সুপরিচিত করা হবে এবং আপনার ব্যান্ড ভ্যালুকে উত্তোরোত্তর বৃদ্ধি করতে কাজ করা হবে।

৪. আপনার ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং সঠিক পদ্ধতিতে করতে আমাদের বিভিন্ন বিষয়ে ৭/৮ জন দক্ষ প্রফেশনাল প্রতিদিন নিয়মিতভাবে তাদের মেধা ও শ্রম বিনিয়োগ করবে। ফলে নিশ্চিতভাবেই আপনি এখান থেকে বিভিন্ন পদ্ধতিতে ফলাফল পাবেন। মোটকথা আমাদের এক্সপার্টরা আপনার টিম হিসেবে কাজ করবে।

৫. প্রয়োজন অনুযায়ী সকল ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং (অর্গানিক ও পেইড) করা হবে।

৬. বিশেষ করে ফেইসবুক ক্যাম্পেইন/বুস্টিং যা আপনার টার্গেট অডিয়েন্স ও নির্দিষ্ট এরিয়া ধরে করা হবে যেন সর্বোচ্চ ফলাফল সুনিশ্চিত করা যায়।

৭. আপনার একটি আধুনিক পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট করতে হবে এবং তা মেইনটেইন করা হবে (শর্তসাপেক্ষে)।

১০০ ভাগ কাজের ৯০ ভাগই আমরা ৭/৮ জন দক্ষ প্রফেশনাল মিলে করবো, বাকী ১০ ভাগ আপনাকে কিছুটা সময় দিতে হবে।

ওয়েবকোড টেকনোলজি - কে কেন বিশ্বাস করবেন?

আমাদের কথায় নয় বরং আমাদের সম্মানিত সেবা গ্রহীতার দেওয়া রিভিউয়ের দিকে আপনি আরেকবার মনোযোগ দিলেই হবে। আমাদের সাথে পথচলা শুরু হলে এবং আমাদের সেবার মান সম্পর্কে নিশ্চিত হলে আপনিও ওয়েবকোড টেকনোলজির উপর উনাদের মতই আস্থা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। অনুগ্রহ করে ভিডিওগুলো অবশ্যই দেখবেন।

হটলাইন/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: 01321-230145, 01321-230147, 01720-902640
মাসিক প্যাকেজ ও প্রাইস সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপে কল/মেসেজ দিন

একটি চীনা প্রবাদ আছে ..

The best time to plant a tree was twenty years ago. The second best time is now!

অর্থাৎ, গাছ লাগাবার মোক্ষম সময় ছিল কুড়ি বছর আগে, আর তখন না লাগালে এখনই সময়!

তাই আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আমাদের সাথে..

হটলাইন/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: 01321-230145, 01321-230147, 01720-902640

ওয়েবকোড এর ডক্টর'স ডিজিটাল ব্র্যান্ডিং সার্ভিস নিয়ে যে সকল সম্মানিত চিকিৎসক খুশি তাদের মধ্য থেকে কয়েকজনের তালিকা

অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম
স্ট্রোক নিউরোসার্জন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান (নিউরোসার্জারী), ঢাকা মেডিকেল কলেজ
ডাঃ মোঃ মোতাশিমুল হাসান শিপলু
ব্রেইন, স্পাইন ও স্ট্রোক নিউরোসার্জন, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ
ডাঃ গোলাম মোস্তাফা
কলোরেকটাল সার্জন, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ
ডাঃ আ ফ ম আরিফুল ইসলাম নবীন
প্লাস্টিক অ্যান্ড অ্যাসথেটিক সার্জন, সহযোগী অধ্যাপক (বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি)
ডাঃ সুমীত রঞ্জন বসাক
স্পেশালিস্ট ডেন্টাল সার্জন ও অর্থোডন্টিস্ট, লেকচারার, ঢাকা ডেন্টাল কলেজ
Professor Sayeed Ahmed Siddiky
Aesthetic Plastic Surgeon
Dr Chowdhury Rashedul Mughni
Assistant Professor Department of Burn & Plastic Surgery
ডাঃ ফরহাদ হোসেন মোঃ শাহেদ
গ্যাস্ট্রোলিভার ও মেডিসিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ
ডাঃ মোঃ এমরানুল ইসলাম আবির
চক্ষু, ইঞ্জেকশন ও ব্যান্ডেজ বিহীন ছানি অপারেশন, লেজার ও মেডিক্যাল রেটিনা বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চক্ষু বিভাগ), খুলনা মেডিকেল কলেজ
Dr. Md. Alamgir Hossain Jony
ডা. মো. আলমগীর হোসেন জনি অর্থোপেডিক সার্জারী ও স্পাইন রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারী বিভাগ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল - NITOR), ঢাকা
Dr. Mahfujullah
সহকারী অধ্যাপক (অকুলোপ্লাস্টি), চক্ষু বিশেষজ্ঞ, ফ্যাকো ও অকুলোপ্লাস্টিক সার্জন
ডাঃ মইনুদ্দিন আহমেদ
মেডিসিন, লিভার ও পরিপাকতন্ত্র রোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (মেডিসিন), কুড়িগ্রাম ২৫০ বেড জেনারেল হসপিটাল
Professor Dr.Istiaq Ahmed-Dipu
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কার্ডিয়াক সার্জারী), ঢাকা মেডিকেল কলেজ
Smile Train Cleft Project: Dhaka & Chattogram
Cleft Lip & Palate Surgery Project by Smile Train
Dr. Dilruba Akhter
Infertility Specialist, Gynecologists', Obstetrician, Laparoscopic & Hysteroscopic Surgeon
Dr. S. Chakrabarty
Clinical & Interventional Cardiologist
Dr. ABM Sarwar Jahan Jewel
Interventional Pain Medicine Specialist
Dr. Wahedul Alam Almajidi Joseph
Assistant Professor & Chief Consultant Dental World
Dr. Md. Zakirul Hoque Samrat
General Practitioner
Dr. Rajat Shuvra Das
Assistant Professor at BMU, Dhaka, holds MBBS(DMC), FCPS(Anaesthesiology)and EDPM(Pain Medicine).
Prof. Dr Nashir Uddin
Director National Institute of Burn & Plastic Surgery, Dhaka
Dr. Maruf Hossain
Neurology & Medicine Specialist
Ekagra Health
Most Advanced Diabetes, Neuropathy, Wound and Foot Care Center in Bangladesh
Dr. Monzurul Karim – Pediatric Specialist
শিশু, কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ (০-১৮বছর পর্যন্ত) ডাঃ এম. করিম এম.বি.বি.এস, ডি.সি.এইচ (শিশু), আই.পি.পি.সি (অস্ট্রেলিয়া) এম.ডি (শিশু) সহকারী অধ্যাপক (শিশু বিভাগ)
Health Advice by Professor Dr. Md. Abdul Wohab Khan
Professor Dr. Md. Abdul Wohab Khan General & Advanced Laparoscopic Surgeon Hernia & Colorectal Surgery Specialist
Rejuva Consultation Center- AYUSH
প্রতিরোধমূলক চিকিৎসা সুবিধা সহ একজন ব্যক্তির সম্পূর্ণ সুস্থতার জন্য স্বাস্থ্যসেবার এক ব্যতিক্রমী কনসালটেশন সেন্টার রিজুভা ওয়েলনেস।
Brain, Spine & Nerve Care by Dr. Md. Tauhidur Rahman
Dr. Md. Tauhidur Rahman Neurosurgeon Assistant Registrar at Sir Salimullah Medical College & Hospital, Dhaka
Ekagra Training & Research Center
Welcome to Ekagra Health's Training and Research Center – your dedicated platform for Continuing Medical Education (CME) and professional development in healthcare.
Colorectal Care by Dr. Ishtiaq Alam – Colorectal & Laparoscopic Surgeon
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী) এফএসিএস (ইউএসএ), এমএস (কলোরেক্টাল সার্জারী) সহযোগী অধ্যাপক (কলোরেক্টাল সার্জারী) সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
Dr. Md. Akter Kamal Perveg
Urologist & Kidney Transplant Surgeon
Dr. Sharmin Afroz
Infertility, Laparoscopic, Gynae & Obs Specialist
Dr. kaisar Nasrullah Khan
Clinical & Interventional Cardiologist
Hi-Care General Hospital Ltd.
confidently providing comprehensive health care with the latest medical, surgical and diagnostic facilities. These services are provided by expert medical
Dr. Nafiz – Orthopedic, Spine & Joint Replacement Surgeon
👨‍⚕ ডাঃ খ নাফিজ রহমান অর্থোপেডিকস, আর্থ্রোস্কোপি এন্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন সহকারী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারী) NITOR (পঙ্গু হাসপাতাল)
dr rustom ali modhu
ডাঃ মোঃ রুস্তম আলী মধু – ব্রেইন ও স্পাইন সার্জন
ব্রেইন ও স্পাইন সার্জন ডাঃ মোঃ রুস্তম আলী সহকারী অধ্যাপক, নিউরোসার্জারী বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল
Dr. Rahad-Bin-Kashem’s Surgery Insight
Dr. Rahad-Bin-Kashem General and Laparoscopic Surgeon
Dr. A K M Khairul Basher
Assistant Professor (Department of Pediatric Surgery) Dhaka Medical College Hospital
Dr. Md. Tanvir Hasan Mojumdar
Brain & Spine Specialist Surgeon
Mane Miracle
Hair Transplant Center
Dr.Mohammad Yousuf Ali
Plastic Surgeon

ওয়েবকোড টেকনোলজি থেকেই কেন সেবা নিবেন?

আমরাই একমাত্র প্রতিষ্ঠান/এজেন্সি যারা আপনার ডিজিটাল ব্র্যান্ডিং এর কাজটি সঠিক পদ্ধতিতে অভিজ্ঞ প্রফেশনাল টিম দ্বারা সম্পাদন করবো। ১/২ জন ব্যক্তি দিয়েই আপনার সকল কাজ লো কোয়ালিটি করে করা হবে না বরং সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করতে প্রতিটা কাজ সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট দিয়ে করা হবে। আপনার কাজটি সঠিক ও সুন্দরভাবে করতে আমাদের ৭/৮ জন অভিজ্ঞ টিম-মেম্বার নিয়মিতভাবে সময়, শ্রম ও মেধা বিনিয়োগ করবেন। ওয়েবকোড কোন একক ব্যক্তি নয় বরং একটি এজেন্সি তাই আপনার হয়রানি হবার সম্ভাবনা জিরো। আমরা পেইড ও অর্গানিক দু’ভাবেই আপনার জন্য ডিজিটাল ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং করবো এবং পেইড মার্কেটিং শতভাগ রিয়েল ডলার খরচ করেই করা হবে যেন ভবিষ্যতে আপনার ব্র্যান্ড মুখ থুবড়ে না পড়ে। আমাদের দেশের কিছু অসাধু ব্যক্তি/প্রতিষ্ঠান কম খরচে সার্ভিস দেবে বলে চটকদার বিজ্ঞাপন দিয়ে সেবা গ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানিতে ফেলছে এমন অনেক তথ্য আমরা কাজ করতে গিয়ে জানতে পেরেছি। আমাদের থেকে সার্ভিস নিলে আপনি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবেন না। এটা আমাদের মুখের কথা নয় বরং আপনি আমাদের সম্মানিত সেবা গ্রহীতার মুখেই আমাদের সম্পর্কে জেনে নিন।

হটলাইন/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: 01321-230145, 01321-230147, 01720-902640
সেবা নিতে চাইলে দয়া করে উপরের নম্বরে যোগাযোগ করুন।

সাম্প্রতিক শুরু করা সেবা গ্রহীতার তালিকা।

Dr. Azharul Islam
Diabetes, Diabetic Foot & Piles Specialist
Palong Diagnostic & Consultation Center
ডাক্তার চেম্বার এবং ডায়াগনস্টিক সেবা
Dr. Sayeem
Dental Care - Oral & Maxillofacial Centre
Dr. Tanmoy
Plastic Surgeon
Dr. Ayub Hossain
Plastic & Aesthetic
Dr. Md. Nurul Huda Nashid
ENT Specialist & Head Neck Surgeon
Dr. A S M Julfekar Helal
Kidney Specialist
Dr. Muhammad OmAr Faruk Raihan
Pain Management Specialist
Dr. Abubakker Siddique
ENT Specialist & Head Neck Surgeon
Dr. Sheikh Mahmood Hasan
Neuro Care
SmileTrain
Cleft lip & palate surgery
Professor Dr Zahid Raihan
Brain & Spine Surgeon
হটলাইন/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: 01321-230145, 01321-230147, 01720-902640
মাসিক প্যাকেজ প্লান ও প্রাইস জানতে ক্লিক করুন

Office Address

Suit 1309, Level 13, Sahera Tropical Centre, Dhaka 1205

01321-230145, 01321-230147, 01720-902640